১৫ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝেই চলছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতি। জাতীয় দলে থাকা ক্রিকেটারদের বাদ দিয়ে এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে ক্লাবগুলো। প্রিমিয়ার লিগ যখন শুরু হবে, তখন ঢাকায় থাকবে আয়ারল্যান্ড ক্রিকেট দলও। যে কারণে সংশ্লিষ্ট ফরম্যাটে জাতীয় দলের ক্রিকেটারছাড়া বাকিরা সবাই খেলবেন প্রিমিয়ার লিগে।

১৫ মার্চ মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। তবে খসড়া ফিকশ্চার এরই মধ্যে হয়ে গেছে। অন্যবারের মতো এবারও প্রতিদিন তিনটি করে খেলা। এরমধ্যে বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ থাকবে ‘কমন’। অর্থ্যাৎ, এ দুই মাঠে খেলা হবে নিয়মিত।

এর বাইরে হোম অব ক্রিকেট এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামেও এবার প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হবে। সিসিডিএম সূত্র নিশ্চিত করেছে এ তথ্য। শনিবার সন্ধ্যার মধ্যেই জানা যাবে, কবে ফতুল্লা আর কোনদিন শেরে বাংলায় হবে প্রিমিয়ার লিগের ম্যাচ।

খসড়া সূচি অনুযায়ী ১৫ মার্চ প্রথম দিন মাঠে নামবে চ্যাম্পিয়ন শেখ জামাল। রানার্সআপ লিজেন্ডস অব রুপগঞ্জ। শেখ জামাল মুখোমুখি হবে নবাগত ঢাকা লেপার্ডসের।

রানার্সআপ লিজেন্ডস অব রুপগঞ্জের প্রথম ম্যাচে নামবে আরেক নবাগত অগ্রণী ব্যাংকের বিপক্ষে। প্রথমদিন মাঠে নামবে প্রাইম ব্যাংকও।প্রতিপক্ষ সিটি ক্লাব। পরদিন ১৬ মার্চ আবাহনী মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের। মোহামেডানের প্রথম খেলা গাজী গ্রুপের বিপক্ষে। ১৬ মার্চ অপর ম্যাচটি হবে সাইনপুকুর আর রুপগঞ্জ টাইগার্সের মধ্যে।

এনবিএস/ওডে/সি

news