বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি, পুরোদমে অনুশীলন সারলেন আর্জেন্টিনা

আর্জেন্টিনা কাবাডি দল এসেছে শুক্রবার, বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলতে। গতকাল বিকালে কাবাডি স্টেডিয়ামে অনুশীলনে নেমে গেছে। মন দিয়ে অনুশীলনে ব্যস্ত খেলোয়াড়রা। যেভাবেই হোক বাংলাদেশের মাটিতে ভালো কিছু করতে চান। সিরিয়াস অনুশীলন করতে গিয়ে একজন খেলোয়াড় আহত হয়েছেন।

বাম পায়ের গোড়ালি নাড়াতে পারছিলেন না। কোচ রিকার্ডো আকুইনা ডাক্তার খুঁজলেন, ফিজিও খুঁজলেন। কিন্তু কাউকে পেলেন না। ফেডারেশনের কোনো কর্মকর্তাকেও দেখা গেল না। আহত হওয়া খেলোয়াড়টিকে সবাই মিলে ধরে চেয়ারে বসান। সংবাদকর্মীরা ছবি তুলতে গেলে আর্জেন্টিনার অন্য খেলোয়াড়রা ছবি তুলতে নিষেধ করেন। বিদেশি দলের খেলোয়াড়দের অনুশীলনের সময় ডাক্তার থাকাটা জরুরি। ডাক্তার নেই, অ্যাম্বুলেন্সও ছিল না। পায়ের গোড়ালিতে ব্যথা পেয়ে চেয়ার থেকে উঠে আসতে পারছিলেন আহত খেলোয়াড়। কোচ রিকার্ডো পরে বলেন, আমাদের একজন খেলোয়াড় আহত হয়েছেন। দেখি, সে হয়ত খেলতে পারবে না।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, থাইল্যান্ড, চাইনীজ তাইপে, পোল্যান্ড, ইংল্যান্ড, কেনিয়া এবং ইরাক অংশগ্রহণ করছে। আর্জেন্টিনার কোচ বলেছেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। আর আর্জেন্টিনার টার্গেট কি? রিকার্ডো বললেন, আমরা এক দুইটা ম্যাচ জিততে পারলে খুশি। চ্যাম্পিয়ন হলে তো কথাই নেই। ২০১৬ সালেও বাংলাদেশ আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। সেবার হেরেছিল আর্জেন্টিনা। সেই দলের দুই জন ঢাকায় এসেছেন এবার সাত জন। এশিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে এখানে। আমরা ১৮ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এখানে এসেছি। ভালো খেলার জন্যই এসেছি।

এনবিএস/ওডে/সি

news