লাইপজিগকে ৭-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি, হালান্ডের ৫ গোল

ম্যানচেস্টার সিটির সঙ্গে পেরে উঠলো না জার্মানির লাইপজিগ। একচেটিয়া আক্রমণের সামনে দারুণ অসহায় লেগেছে তাদের। এই অধিপত্যের ফলে লাইপজিগকে গোলবন্যায় ভাসিয়ে মাঠ ছাড়লো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।

সময়ের সেরা ফুটবলারদের একজন তরুণ আর্লিং হালান্ড ফের জ্বলে উঠতে বেশি সময় নিলেন না। এক ম্যাচেই করলেন পাঁচ গোল। দাপুটে ফুটবলে লাইপজিগকে অনায়াসে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠলো ম্যানসিটি।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ৭-০ গোলে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। অন্য দুই গোলদাতা কেভিন ডে ব্রুইনে ও ইলকাই গিনদোয়ান। দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে পা রাখল সিটি। প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল।

এই ম্যাচের আগে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৯ ম্যাচে হালান্ডের গোল ছিল কেবল ৩টি। গত গ্রীষ্মে সিটিতে যোগ দেওয়ার পর থেকে যেভাবে গোলের পর গোল করছিলেন তিনি, তাতে এই সংখ্যা বড্ড বেমানান লাগছিল তার নামের পাশে। এবার লাইপজিগের জালে পাঁচবার বল পাঠিয়ে ২২ বছর বয়সী ফুটবলার নাম লেখালেন বেশ কিছু রেকর্ডে।

এনবিএস/ওডে/সি

news