সৌদি আরবে হবে চার দলের ইতালিয়ান সুপার কাপ

আগামী চার থেকে ছয় বছর এই টুর্নামেন্ট সৌদি আরবে অনুষ্ঠিত হবে বলে ইতালিয়ান লিগ সিরি-এ সূত্র নিশ্চিত করেছে।

ইতালির শীর্ষ লিগ জানিয়েছে ক্লাবগুলোর সঙ্গে সভা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে অন্তত পাঁচ বছরের জন্য ইতালিয়ান সুপার কাপে চারটি দল অংশ নিবে। পরবর্তী দুটি সুপার কাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবার পর পরের দুই বছর অন্যত্র হবার সম্ভাবনা রয়েছে। এরপর আবারো দুই বছরের জন্য তা আরবে ফিরে আসবে।

সিরি-এ অবশ্য নিশ্চিত করে জানায়নি সৌদি আরবের বাইরে কোথায় দুটি আসর অনুষ্ঠিত হতে পারে। ২০২৪ সালের জানুয়ারিতে পরবর্তী সুপার কাপ মাঠে গড়াবে।

প্রথা অনুযায়ী সিরি-এ চ্যাম্পিয়ন ও ইতালিয়ান কাপ বিজয়ীর মাঝে সুপার কাপ অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর জানুয়ারিতে রিয়াদে অনুষ্ঠিত ইতালিয়ান সুপার কাপে এসি মিলানকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয় করে ইন্টার মিলান।

পরের মৌসুম থেকে সিরি-এ লিগের শীর্ষ দুই দল ছাড়াও ইতালিয়ান কাপের দুই ফাইনালিস্ট সুপার কাপে অংশ নিবে। স্প্যানিশ সুপার কাপেও আগামী মৌসুম থেকে এই একই ধরনের পরিবর্তন আনা হয়েছে।

এনবিএস/ওডে/সি

news