এবার নাসুমের জোড়া আঘাত, সপ্তম উইকেট হারালো আয়ারল্যান্ড
শুরুটা করেছিলেন সাকিব আল হাসান। এরপর জোড়া আঘাত হানেন ইবাদত হোসেন। ঠিক তার পরেই জোড়া আঘাত হানলেন অপর পেসার তাসকিন আহমেদ। ফলে পাওয়ার-প্লের পরে ভেঙে পড়লো আইরিশ টপ-অর্ডার। এরপর কার্টিস ক্যাম্ফারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন নাসুম আহমেদ। একইভাবে ডিলানিকেও ফেরান এই স্পিনার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানে ব্যাট করছে আয়ারল্যান্ড।
দুই ওপেনারের বিদায়ের পর ইবাদত হোসেন দ্বিতীয় আঘাত হানেন। এবার তার শিকার হ্যারি টেক্টর। ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। বিপদজনক অবস্থায় এবার তাদের বিপদ আরো বাড়িয়ে দিলেন তাসকিন আহমেদ। পরের ওভারে এসেই তিনি বোল্ড করেন আইরিশ অধিনায়ক বালবার্নিকে।
বাংলাদেশের বিপক্ষে ৩৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাওয়া-প্লেতে কোন উইকেট হারায়নি সফরকারী আয়ারল্যান্ড। দলীয় ১২তম ওভার করতে এসে উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। তার বলে স্টিফেন দোহেনি ৩৪ রান করে মাঠ ছাড়েন। ঠিক তার পরের ওভারেই ইবাদত অপর ওপেনার পল স্টার্লিংকে সাজঘরে ফেরান।
এনবিএস/ওডে/সি

