দূর্বল রেনাইসের কাছে হেরে লজ্জায় ডুবলো পিএসজি
২০২৩ সালের শুরুটা যেন ভালো যাচ্ছে না পিএসজির। লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে আক্রমণে ভীতি ছড়িয়েছিলেন। তবুও রেনাইসের রক্ষণের দেয়াল ভাঙতে পারেননি। উল্টো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ রেনাইসের বিপক্ষে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি জায়ান্টদের। গত জানুয়ারিতেই রেনাইসের কাছে হেরেছিলো পিএসজি। এটি এ মৌসুমে লিগে চতুর্থ হার।
রোববার ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে দুই গোল হজম করেছে ক্রিস্তফ গালতিয়ের দল।
মাঠে নেমে শুরুতেই এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল পিএসজি। কিন্তু কিলিয়ান এমবাপ্পের গোল বাতিল হয়ে যায় অফসাইডে। কিন্তু এর পরপরই ৪৫ মিনিটে কার্ল তোকো একাম্বির দারুণ এক গোলে এগিয়ে যায় রেনাইস। দ্বিতীয়ার্ধের শুরুতেই কালিমুয়েন্দুর গোলে রেনাইস ২-০ গোলে এগিয়ে যায়। এতে চাপে পড়ে পিএসজি।
আসরে প্রথম দেখায় গত জানুয়ারিতে রেনের মাঠের ১-০ গোলে হেরেছিল পিএসজি। এবার হারের ব্যবধানটা হয়েছে দ্বিগুণ। লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে এখনো বড় ব্যবধানে এগিয়ে পিএসজি। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস।
এনবিএস/ওডে/সি