ফ্রান্সের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার কীর্তি গড়লেন: এমবাপ্পে
কাতার বিশ্বকাপের পর ফ্রান্স অধিনায়ক হুগো লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। তার জায়গায় এমবাপ্পে ও গ্রিজম্যানের মধ্যে লড়াই চলছে বেশ কয়েকদিন ধরে। এমবাপ্পেকে অধিনায়ক করা হলে অ্যান্তোনিও গ্রিজম্যান আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে পারেন এমন গুঞ্জন ভালোভাবেই শোনা যাচ্ছিলে। ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচের আগে অধিনায়ক নির্বাচন করতে হতো ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের।
মঙ্গলবার কিলিয়ান এমবাপ্পেকে অধিনায়ক ঘোষণা করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও কোচ দেশম। এর মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদের গ্রিজম্যানকে সহ-অধিনায়ক ঘোষণা করেছেন দেশম।
বিষয়টি নিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেছেন, কিলিয়ান এমবাপ্পে ব্লুজদের নতুন অধিনায়ক। অ্যান্তোনিও গ্রিজম্যান সহ-অধিনায়কের দায়িত্বে থাকবে। নেতৃত্ব দেওয়ার জন্য যা যা দরকার এমবাপ্পের তার সব গুন আছে। যেমন- দল হিসেবে খেলতে মাঠে একীভূত থাকা।
মাত্র ২৪ বছর বয়সেই নেতৃত্বভার পাওয়ায় এমবাপ্পে আর্মব্রান্ড পরে মাঠে নামলেই ফ্রান্সের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার কীর্তি গড়লেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগের এক ম্যাচে আর্মব্রান্ড পরেছিলেন তিনি।
কাতার বিশ্বকাপের ফাইনালে খেলেছে ফ্রান্স। ওই বিশ্বকাপে দলটির অধিনায়ক ছিলেন গোলরক্ষক হুগো লরিস। রাশিয়া বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। কিন্তু কাতার বিশ্বকাপের পরে অবসর ঘোষণা করেছেন তিনি। লরিস ১৪ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। ফ্রান্সকে সবচেয়ে বেশি দিন নেতৃত্ব দেওয়া ফুটবলার তিনি।
এনবিএস/ওডে/সি

