আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করলো বিসিবি

রামে পাড়ি দিবেন টাইগাররা। বাংলাদেশের বিরুদ্ধে ২৭ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে আয়ারল্যান্ড।

বুধবার আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল থেকে বাদ পড়েছেন টি-টোয়েন্টি দলের নিয়মিত ক্রিকেটার আফিফ হোসেন ও নুরুল হাসান হোসান। ১৪ সদস্যের স্কোয়াডে নতুন দুই চমক রিশাদ হোসাইন ও জাকের আলি অনিক। জাকের আলি অনিক বিপিএলে নবম আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলেছিলেন। প্রথমবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় অনিক।

বাংলাদেশে দ্বিতীয় দফায় হেড কোচের দ্বায়িত্ব নিয়েই বিসিবির কাছে লেগ স্পিনার চেয়েছিলো হাথুরুসিংহে। তারপর লেগ স্পিনারের খোঁজে সারাদেশ ব্যাপি হান্ট শুরু করেছিলো নাজমুল হাসান পাপন। ইংলিশদের বিপক্ষে লেগ স্পিনারের অভাবটা ভালোই বুঝতে পেরেছিলো সাকিব-তামিমরা। ওয়ানডেতে সিরিজ সেরা হয়েছিলেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। যার ঘূর্ণিতে ওয়ানডে সিরিজ হেরেছিলো বাংলাদেশ। এবার আয়ারল্যান্ডে বিরুদ্ধে লেগ স্পিনার রিশাদ হোসাইনকে নিয়ে মাঠে নামবে সাকিব।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসাইন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসাইন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন ও জাকের আলি অনিক।

এনবিএস/ওডে/সি

news