নেদারল্যান্ডসকে উড়িয়ে দিলো ফ্রান্স, এমবাপ্পের জোড়া গোল


ইউরোপের দুই দলের লড়াইটা সমানে সমান হলো না। ফ্রান্স এতোটাই দাপুটে যে নেদারল্যান্ডস পুরো সময় খেই হারিয়ে ফেলেছিলো। এক পেশের এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে এমবাপ্পের দল। ম্যাচ শুরুর ২১ মিনিটের মধ্যে তিনবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। ভাইরাস সংক্রমণে আগের দিন পাঁচ জন খেলোয়াড়কে হারানো নেদারল্যান্ডস পারল না পাল্টা জবাব দিতে। অনায়াস জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই শুরু করলো কোচ দিদিয়ে দেশমের দল।
প্যারিসে শুক্রবার রাতে বি’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জিতেছে কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। অঁতোয়ান গ্রিজমান দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দায়দ উপেমেকানো। খানিক পর ব্যবধান বাড়ানোর পর শেষ দিকে নিজের চতুর্থ গোলটি করেন কিলিয়ান এমবাপে।

অভিজ্ঞ গ্রিজমানকে উপেক্ষা করে এমবাপ্পেকে নেতৃত্ব দেওয়ায় ফরাসি শিবিরে কিছু অপ্রত্যাশিত সমস্যা সৃষ্টির আভাস মিলেছিল। এমবাপের কথায় গ্রিজমানের ‘অসন্তোষের’ খবরের সত্যতাও উঠে এসেছিল। তবে তারা মাঠে নামতেই যেন এক নিমিষে সমাধান হয়ে গেল সব সমস্যার।

এনবিএস/ওডে/সি

news