পারিবারিক সমস্যাই আমার আইপিএল না খেলার কারণ: সাকিব

আইপিএল খেলতে না পারায় আপনার মন কী খারাপ? সাকিব এর জবাবে বললেন, পারিবারিক সমস্যার কারণে সিদ্ধান্ত বদলাতে হয়েছে। আবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন কিনা এর উত্তরেও সামনে আনলেন পারিবারিক সমস্যাকে। রহস্য নিয়ে বললেন, খেলবো কিনা তা সময়ই বলে দিবে।

সাকিবের আইপিএল নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেই আলোচনা শুরু। নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে টানলেও শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলেনি। কলকাতা সাকিবকে পুরো মৌসুম না পাওয়ায় অন্য ক্রিকেটার নেওয়ার অনুমতি চায় সাকিবের কাছেই। সাকিবও কলকাতাকে নিজের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দেন। দেশরূপান্তর

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষে শুক্রবার সাকিব বললেন, বিশ্বকাপের বছর ছিল, তাই আইপিএল খেলতে পারলে ভালো হতো। মন খারাপের কিছু নেই আর কি। যখন পারিবারিক ইমার্জেন্সি সামনে আসে তখন কিছু করার নেই।

পারিবারিক বিষয়টি যখন সামনেই এসেছে তাহলে সাকিব কি ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলবেন? এর উত্তরেও পরিস্কার কিছু বলেননি সাকিব। হাসি মুখে বললেন, দেখা যাক সময়ই বলে দেবে। এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না।

জানা গেছে, শনিবার সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যেতে পারেন সাকিব। যেহেতু এখন বাংলাদেশের কোন খেলা নেই। মোহামেডান সুপার লিগে উঠলে ঈদের পর এই দলের হয়ে খেলবেন তিনি।

এনবিএস/ওডে/সি

news