টানা পাঁচ ছক্কায় অবিশ্বাস্য জয় কলকাতার!

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম ম্যাচে আজ মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স। বড় রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে গুজরাটের বিপক্ষে শেষ ওভারে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে কলকাতা।

আহমেদাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানের বড় স্কোর গড়ে গুজরাট। দলটির পক্ষে সর্বোচ্চ মাত্র ২৪ বলে অপরাজিত ৬৩ রান করেন বিজয় সংকর। বাকিদের মধ্যে সাঈ সুদর্শন ৩৮ বলে ৫৩, ওপেনার শুভমান গিল ৩১ বলে ৩৯, সাহা ১৭ বলে ১৭, অভিনব ৮ বলে ১৪ এবং মিলার অপরাজিত ২ রান করেন।

বোলিংয়ে কলকাতার হয়ে সুনিল নারিন ৩ উইকেট এবং সুইয়াশ শর্মা ১ উইকেট লাভ করেন।

বড় রানের জবাবে ব্যাট করতে নেমে ২৮ রানে দুই ওপেনারকে হারায় নাইট রাইডার্সরা। তবে এরপর ১০০ রানের জুটি গড়েন ভেঙ্কাটেশ আইয়ার এবং অধিনায়ক নিতিশ রানা। ২৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন রানা। তার বিদায়ের পর আইয়ারও ৪০ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে আউট হন।

এরপর দ্রুত আরো তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে কলকাতা। শেষ ৬ বলে দরকার ছিলো ২৯ রান। কঠিন এই কাজটি সারেন মিডলঅর্ডারে নামা ব্যাটার রিংকু সিং। প্রথম বলে সিংগেল নিয়ে তাকে স্ট্রাইক দেন উমেশ যাদব। পরের গল্পের নায়ক রিংকু। ইয়াশ দায়ালের টানা পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকান তিনি। তাতেই ৩ উইকেটের দুর্দান্ত জয় পায় তার দল। শেষপর্যন্ত ২১ বলে ৪৮ রানে অপরাজিত থাকলেন রিংকু সিং। ম্যাচসেরার পুরস্কারটা তিনিই জিতে নেন।

গুজরাটের হয়ে বোলিংয়ে ৩ উইকেট নেন রশিদ খান। আলজারি জোসেফ নেন ২ উইকেট। একটি করে উইকেট পান মোহাম্মদ শামি এবং জস লিটল।

এনবিএস/ওডে/সি

news