বার্সেলোনাকে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানাবেন লিওনেল মেসি
রোববার থেকে দলবদলের বাজারে উন্মুক্ত হয়ে যাবেন সময়ের সেরা এ তারকা লিওনেল মেসি। ফ্রি এজেন্ট হিসেবে মুফতে পাওয়া যাবে এই মহাতারকাকে। তাকে ফিরে পাওয়ার জন্য মুখিয়ে আছে বার্সেলোনা। তবে আর্জেন্টাইন অধিনায়কের চূড়ান্ত সিদ্ধান্তটা জানতে কাতালানদের অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ।
যদিও প্যারিসের ক্লাব পিএসজির সঙ্গে মেসির চুক্তি জুন মাসের শেষ পর্যন্ত। তবে মৌসুম শেষ হয়ে যাওয়ায় তখন আর কোনো বাঁধাই থাকছে না তার। ঠাণ্ডা মাথায় নিতে পারবেন সিদ্ধান্ত। যেমনটা শুরু থেকেই বলে আসছিলেন মেসি। কিন্তু নিজেদের ইতিহাসের সেরা তারকাকে ফিরে পেতে বার্সা সমর্থকদের তর যেন সইছে না।
প্রতিটি আলোচনাতেই উঠে আসছে মেসি প্রসঙ্গ। সেলতা ভিগোর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামার আগে কোচ জাভি হার্নান্দেজ সাক্ষাৎকার দিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যম মুন্দো দিপার্তিভোকে। স্বাভাবিকভাবে এই সাক্ষাৎকারের বড় একটি অংশ ছিল মেসিকে নিয়েই।
সেখানে মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত মেসিকে একা ছেড়ে দেওয়ার অনুরোধই করেছেন জাভি, আমি এরমধ্যেই অনেকবার বলেছি, এখানে ওর জন্য দরজা খোলা রয়েছে। আমি কোচ এবং আমি জানি যে ও যদি এখানে আসে তবে ও আমাদের সাহায্য করতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত আমি মনে করি আমাদের ওকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


