ক্রিকেট নিয়ে ভারত ও পাকিস্তানের নাটক অস্কার পুরস্কারকেও হার মানায়

চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। তবে এর আগে সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ভারত পাকিস্তানে  যেতে না পাওয়ায় বিপাকে পড়েছে পাকিস্তানি ক্রিকেটে বোর্ড (পিসিবি)। অপরদিকে ভারতের এমন মনোভাবের জবাবে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান।

এনিয়ে দুই দেশে মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। এদিকে আইসিসির রাজস্ব ভাগের মডেল প্রকাশ করায় প্রভাব পড়েছে এশিয়া কাপে। শুক্রবার এশিয়া কাপ ও বিশ্বকাপ ইস্যুতে ভারত-পাকিস্তানের অবস্থান এবং  আইসিসির রাজস্ব ভাগে মডেল নিয়ে দুঃখ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়েছে ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

চিঠিতে বিসিসিআইয়ে উদ্দেশ্যে লেখেন, চলতি বছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল পাকিস্তানে গিয়ে খেলতে চায়। এটা ক্রিকেটের ঐতিহ্য, টুর্নামেন্টটি বিশ^কাপের উপযুক্ত অনুশীলন কেন্দ্র হতে পারে। তবে ভারত পাকিস্তানে যেতে চায় না এবং পিসিবির হাইব্রিড মডেলেও খেলতে চায় না বিসিসিআই। এদিকে এশিয়া কাপের আয়োজক সত্ত হারাতে চায় না পিসিবি। তারা তাদের দেশ ও ক্রিকেট সংস্কৃতিকে বিশ্বের কাছে উপস্থাপন করতে চায়। তবে দুই দেশের মধ্যে যে নাটক শুরু হয়েছে তা অস্কার পুরস্কারকে হার মানায়। এমন কথা উল্লেখ করেছেন ইংলিশ ও অজি ক্রিকেট বোর্ড।

অন্যদিকে আইসিসির চার বছরের রাজস্ব ভাগের বর্তমান মডেলে ভারত পায় ৩৮.৫%, ইংল্যান্ড ৬.৮৯% এবং অস্ট্রেলিয়া ৬.২৫% পাবে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দুই ক্রিকেট বোর্ড। চিঠিতে উল্লেখ করেছে, আমরা ২০১৪ সালে যখন ক্রিকেটকে বিশে^র কাছে পরিচিত করতে তিন বোর্ড এক হয়ে কাজ করতাম, তখন যে মডেলে রাজস্ব আয় ভাগ হতো সেটা কি অনেক খারাপ ছিলো?।

আমরা আপনাদের খেলা এবং ফ্রাঞ্চাইজি লিগের জন্য নিজেদের ক্যালেন্ডারে পরিবর্তন এনেছি তার  যোগ্য সম্মান পায়নি। আমাদের একটি নীতি আছে সেটা নিয়ে আমাদের সমানে যেতে হবে। তবে আমরা এখনো এতটা নিচে নামিনি যে এই বিষয়ে আইসিসির কাছে সুপারিশ করবো।

এছাড়াও আইপিএল ফ্রাঞ্চাইজিদের বছরব্যাপী খেলোয়ারদের চুক্তি করানো নিয়ে লিখেছে, বিশ্বব্যাপি ফ্রাঞ্চাইজি লিগের ভিড়ে খেলোয়াড়দের যে প্রস্তাব দিচ্ছে তা আন্তর্জাতিক ক্রিকেটকে হুমকির মুখে ফেলতে পারে। বড় বিষয় হলোআইপিলের ফ্রাঞ্চাইজি মালিকরাই এগুলো করছে এই বিষয় গুলো নিয়ে আলোচনা করা উচিত।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news