সৌদি ক্লাব আল-ইত্তিহাদের সঙ্গে ৩ বছরের চুক্তি করলেন বেনজেমা
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে সৌদি ক্লাব আল-ইত্তিহাদের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। চুক্তির বিষয়টি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করেছে আল-ইত্তিহাদ ক্লাব কর্তৃপক্ষ।
এবার সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের টুইটার অ্যাকাউন্ট থেকে বেনজেমার চুক্তি স্বাক্ষরের কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে ক্লাবটি লিখেছে,করিম বেনজেমা, আমাদের সবচেয়ে নতুন সুপারস্টারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। যিনি শিগগিরই আমাদের স্টেডিয়াম আলোকিত করার জন্য প্রস্তুত আছেন।
এই চুক্তির বিষয়টি দলবদলবিষয়ক ইতালির নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানোও নিশ্চিত করে বলেছিলেন, করিম বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তির মেয়াদ থাকছে ২০২৬ সাল পর্যন্ত। বাণিজ্যিক কিছু চুক্তিসহ বেনজেমার বাৎসরিক পারিশ্রমিক ২০ কোটি ইউরো হতে পারে। অর্থাৎ, তিন মৌসুম থাকলে মোট ৬০ কোটি ইউরো আয় করবেন বেনজেমা।
এদিকে বেনজেমাকে বিশ্ব ফুটবলের আইকন দাবি করেছেন আল ইত্তিহাদের প্রেসিডেন্ট আনমার বিন আবদুল্লাহ আল হেইলে। তিনি বলেছেন, ‘বর্তমান ব্যালন ডি’অর–জয়ীকে রিয়াল মাদ্রিদ থেকে কেনা ইত্তিহাদ ক্লাবের জন্য অনেক বড় মাইলফলক। করিম বেনজেমা একজন ফুটবল আইকন।
৩৫ বছর বয়সী বেনজেমা নতুন লিগে খেলা নিয়ে বেশ রোমাঞ্চিত, নতুন এক ফুটবল লিগ, নতুন দেশে খেলা নিয়ে আমি রোমাঞ্চিত। আল ইত্তিহাদের দুর্দান্ত এক ইতিহাস আছে। আমি ভাগ্যবান, ইউরোপে অনেক দারুণ কিছু অর্জন করতে পেরেছি। স্পেনে, ইউরোপে সম্ভাব্য সবকিছু জিতেছি। তাই আমার মনে হয়েছে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই সঠিক সময়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


