সাবালেঙ্কার বিদায়, ফ্রান্স ওপেনের ফাইনালে শিয়াতেক  

বছরের দ্বিতীয় গ্রান্ড স্লাম টেনিস আসর ফ্রান্স ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় পোল্যাডের ইগা শিয়াতেক। তবে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় বেলারুশের আরিনা সাবালেঙ্কা ফাইনালে উঠার আগেই বিদায় নিলেন। 
           
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে ব্রাজিলের বিটরিজ হাদ্দাদ মাইয়াকে হারিয়ে শিয়াতেক এবং সাবালেঙ্কাকে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন মুচোভা ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

দিনের প্রথম সেমিফাইনালে ২৫ বছর বয়সী সাবালেঙ্কাকে তীব্র লড়াইয়ের পর ৭-৬, ৬-৭ ও ৭-৫ সেটে হারিয়ে দেন ২৬ বছর বয়সী বিশ্বের ৪৩ নম্বর খেলোয়াড় মুচোভা।  এরপর, দিনের দ্বিতীয় সেমিফাইনালে শিয়াতক সরাসরি ৬-২ ও ৭-৬ সেটে ব্রাজিল তারকা মাইয়াকে পরাজিত করেন। ম্যাচটিতে জিততে ২২ বছর বয়সী শিয়াতেক সময় নেন ২ ঘন্টা ১০ মিনিট। বিশ্বের ১৪ নম্বর খেলোয়াড় ২৭ বছর হাদ্দাদ পুরো টুর্নামেন্টে ভালো খেললেও শীর্ষ বাছাই শিয়াতেকের সামনে টিকতে পারলেন না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news