মেয়েদের ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করা কঠিন হবে আগেই বলেছিলাম: সালাউদ্দিন

গত মার্চে সবাইকে চমক দিয়ে মেয়েদের ফুটবলের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ঘোষণা দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এরপর একে একে পিছিয়ে গেছে ১৫ মে ও ১০ জুন আয়োজনের দুটি তারিখ। তবে এখনো নিশ্চিত হয়নি টুর্নামেন্ট শুরুর নির্ধারিত তারিখ। আয়োজকরা এবার আগামী অক্টোবরে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা বললেও এখনো অনিশ্চিত সালাউদ্দিন।

 প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন সাবিনা-কৃষ্ণারা। এরই মধ্যে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছেন একটি। মেয়েদের সাথে শনিবার দেখা করতে হোটেলে আসেন সালাউদ্দিন। সেখানে উইমেন’স সুপার লিগ নিয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

সালাউদ্দিন বলেন, আপনাদের যদি মনে থাকে, প্রথম যখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়, আমি প্রথমেই বলেছিলাম এটা খুবই কঠিন বিষয়। তবে তারা চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মতো মানসিকতা আমাদের দেশে এখনো হয়নি। যারা আয়োজক, তারা পারবে বলে আত্মবিশ্বাসী। পারলে তো ভালো কথা, কিন্তু আমি তখন থেকে বলে আসছি, আমার কাছে ভীষণ কঠিন মনে হচ্ছে।
 
তিনি বলেন, আয়োজকরা বলছে অক্টোবরের মধ্যে করতে পারবে। এখনও ওরা চেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে এতটুকই বলতে পারি। কেননা, এটা আমার প্রজেক্ট নয়, আয়োজকদের প্রজেক্ট। আমি শুধু রাজি হয়েছিলাম মেয়েদের উন্নতি হবে ভেবে। 

 তিনি আরো বলেন, সবকিছু নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। এখন আমাদের একটু পরিবর্তন আনতে হবে। কেননা, অতীতের টেকনিক্যাল ম্যানেজমেন্ট চলে গেছে, নতুনরা আসবে। এই ম্যাচগুলোর পর মেয়েরা চীনে যাবে (এশিয়ান গেমস খেলতে), পরের সাফ পর্যন্ত এই পরিকল্পনা চলতে থাকবে। পরের সাফের আগে দুই –তিন মাস এক্সট্রা গেম প্ল্যান হবে। 

বাফুফের আর্থিক অবস্থা নিয়ে বাফুফে সভাপতি বলেন, আমাদের আর্থিক অবস্থা তো আপনারাই ভালো জানেন। সব অডিট রিপোর্ট তো আপনাদের কাছে আছে। আপনারাও দেখছেন টাকা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে। আমরা চেষ্টা করছি, অনুভব করছি মেয়েদের বেতনটা বাড়ানো উচিত। কিন্তু উচিতের মধ্যেই আছি, এখন কোনো ব্যক্তিগত, কোম্পানি, প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ বলেনি, আমাদেরকে দাও আমরা দিচ্ছি। এখন পর্যন্ত ওই ধরনের সাড়া পাইনি। সরকার আমাদের সাথেই আছি। না থাকলে তো আমরা এ পর্যন্ত আসতে পারি না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news