ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি হারের পর জরিমানা গুনলো ভারত
ওয়ানডে সিরিজ হারের পর ত্রিনিদাদে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের দেওয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় ভারত। ফলে ১-০ তে এগিয়ে যায় পুরানরা। ম্যাচ হারের পরও আইসিসির শাস্তি পেলো ভারতীয় ক্রিকেটাররা। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হয়েছে তাদেরকে। পাশাপাশি স্বাগতিকদের এই শাস্তি পেতে হচ্ছে।
নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম করায় ভারতের প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ৫ শতাংশ এবং দুই ওভার পিছিয়ে থাকায় উইন্ডিজের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসির কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনালের আর্টিকেল ২.২২ লঙ্ঘন করেছে দুই দল। তাই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি প্রদান করেন। ভারত অধিনায় হার্দিক পান্ডিয়া ও উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল তা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি