নেদারল্যান্ডকে কাঁদিয়ে প্রথমবার নারী বিশ^কাপের সেমিফাইনালে স্পেন

নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুক্রবার সকালে নেদারল্যান্ডসকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে  ইতিহাস গড়লো স্পেন। প্রথমবারের মতো বিশ^কাপে সেমিফাইনালে উঠেছে স্পেনের মেয়েরা।

ওয়েলিংটনে ১১১ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন স্পেনের সালমা পারালুয়েলো। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছিল। অকল্যান্ডে মঙ্গলবার সেমিফাইনালে সুইডেন অথবা জাপানের মুখোমুখি হবে স্পেন।

এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ লড়াই হয় দুই দলের মধ্যে। যদিও বলের দখল বেশি ছিল স্পেনের কাছে। তারা বেশ কিছু সুযোগও তৈরি করেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। তাতে প্রথমার্ধে জালের নাগাল পায়নি কেউ। বিরতির পরও চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ৮০ মিনিটের মাথায় গিয়ে গোল হয়।

এ সময় নেদারল্যান্ডসের স্টেফানি ফন দের গ্রাট ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। পেনাল্টি থেকে মারিওনা কালদেন্তি গোল করে এগিয়ে নেন স্পেনকে। এই গোলে তারা এগিয়ে থাকে ৯০ মিনিট পর্যন্ত। সবাই ধরেই নিয়েছিল কালদেন্তির গোল ম্যাচের পার্থক্য গড়ে দেবে। তবে সে আশায় গুড়ে বালি। যোগ করা সময়ে (৯০+১ মি.) ভিলেন হওয়া স্টেফানি ফন দের গ্রাট গোল করে সমতা ফেরান। এই ম্যাচ আরও জমিয়ে ওঠে। 

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে প্রথম ১৫ মিনিটে ভাঙে না সমতা। এরপর ১১১ মিনিটের মাথায় গিয়ে হিরো বনে যান স্পেনের ১৯ বছর বয়সী সালমা। তার গোলে এগিয়ে যায় স্প্যানিশ মেয়েরা। শেষ পর্যন্ত তার গোলে ভর করে প্রথমবার তারা পৌঁছে যায় সেমিফাইনালে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news