শনিবার ঘোষণা হবে টাইগারদের এশিয়া কাপের স্কোয়াড

অনেক নাটকীয়তার আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের টাইগারদের দায়িত্ব সাকিবের কাঁধেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনো পর্যন্ত এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে পারেনি নির্বাচকরা। শনিবার এশিয়া কাপের দল ঘোষণা করার শেষ দিন। আগামীকালকেই টাইগারদের এশিয়া কাপের দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

শুক্রবার নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন পাপন। সেখানেই অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন তিনি। সাকিবকে কত দিনের জন্য অধিনায়ক করা হলো এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, সাকিব তো দেশের বাইরে, তারপর একটা দলের হয়ে খেলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ওখানে ওরও কিছু কমিটমেন্ট আছে, ব্যস্ততা আছে। সেজন্য ওকে বেশি বিরক্ত করতে চাইনি। তবে মোটামুটিভাবে যেটা আমরা ঠিক করেছি এখন আমরা আমাদের বিশ্বকাপের অধিনায়ক, এশিয়া কাপের অধিনায়ক, নিউজিল্যান্ড সিরিজের অধিনায়ক এখন যে সময়টা আছে অবশ্যই সাকিব আল হাসান। ওর সঙ্গে কথা বলে আমরা ঠিক করবো লং টার্ম নাকি তিনটা থাকবে নাকি দুটা থাকবে নাকি একটা। এগুলো আসলে কথা বলবো। 

এশিয়া কাপের দল কখন ঘোষণা হবে জানতে চাওয়া হলে তিনি বলেন, শনিবার শেষ দিন দল ঘোষণার, অধিনায়কের আলোচনা করে আগামীকাল দল ঘোষণা করা হবে।

এদিকে অধিনায়ক নাটকীয়তা শেষ হলেও দল ঘোষণার আগে আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে মাহমুদুল্লাহ দলে জায়গা পাবে কিনা। তবে স্কিল ক্যাম্পে বৃহস্পতিবার স্পিন কোচ হেরাতের সঙ্গে বোলিং অনুশীলন করেছে রিয়াদ। যা এশিয়া কাপের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা জাগাচ্ছে সবার মনে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news