১১৮ কোটি টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি কিনলেন মেসি

অনেক নাটকীয়তার পর পিএসজি থেকে যুক্তরাষ্টের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি।

মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর ইচ্ছা ছিল সেখানে নতুন বাড়ি কেনার। এবার মনের মতো একটি বাড়ি কিনে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার খরচে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন বিশ্বকাপজয়ী মেসি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১৮ কোটি টাকা। 

ফোর্ট লডারডেলের অভিজাত এলাকা বে কলোনির গেটেড কমিউনিটিতে মেসির সেই বাড়ির অবস্থান। ১০ হাজার ৫০ বর্গফুটের বাড়িতে আছে ১০টি বেডরুম, ৯টি বাথরুম এবং খোলামেলা রান্নাঘর।

এছাড়াও একটি সুইমিংপুল ও তিনটি গাড়ি রাখার গ্যারেজ আছে মেসির নতুন বাড়িতে। সামনের দিকটায় ও ডানে-বামের কিছু অংশে রয়েছে লেক। দুটি ব্যক্তিগত বোট ডক এবং একটি জমকালো স্পাও আছে।

২০২৬ সালের বিশ্বকাপ বাছাই খেলতে এখন জাতীয় দলের সঙ্গে আছেন মেসি। বলিভিয়ার বিপক্ষে ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রে ফেরার কথা রয়েছে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর। ফিরে পরিবারসহ নতুন বাড়িতে উঠবেন ৩৬ বর্ষী কিংবদন্তি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

news