নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ, প্যারিস অলিম্পিক থেকে ইরানকে নিষিদ্ধের দাবি

প্যারিস অলিম্পিক থেকে ইরানকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। আহ্বানকারীর এ তালিকায় আছেন ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী শিরিন এবাদি ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মাহইয়ার মোনশিপুরা।

নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে ইরানকে আগামী বছর প্যারিস অলিম্পিক থেকে নিষিদ্ধের আহ্বান জানানো হয়েছে। মোনশিপুরা-এবাদিরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিক চিঠি দিয়েছেন। চিঠিতে লেখা হয়, ইরান অলিম্পিক সনদ মেনে চলতে ব্যর্থ হয়েছে এবং খেলাধুলার বৈষম্যহীন নীতি লঙ্ঘন করেছে। 

ইরানকে নিষেধাজ্ঞা দেয়ার কার্যক্রম পরিচালনায় এক আইনজীবীও নিয়োগ দেয়া হয়েছে। ফ্রেদেরিক থিরিয়েজ নামের সেই আইনজীবী সংবাদ সম্মেলনে বলেছেন, খেলাধুলার চর্চা একটি মানবাধিকার। আর অলিম্পিক সনদ এটা নিশ্চিত করেছে। ইরান এ ধরনের মানবাধিকার লঙ্ঘন করায় ক্রীড়াবিষয়ক আন্তর্জাতিক সালিসি আদালতে সুপারিশের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে, ১৯৭০ সালে বর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকাকে বহিষ্কার করেছিল আইওসি। শিরিন এবাদি-মাহইয়ার মোনশিপুরা এবার আইওসিকে চিঠি দিয়েছেন ইরানকে বহিষ্কারের জন্য। এখন দেখার পালা, আইওসি কী করে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

news