নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর ডাচ বাংলা ব্যাংক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়। আগামী ২১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে সিরিজটি। সেই সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় আর্থিক লেনদেন প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক।

এ ছাড়া সিরিজের পাওয়ার্ড বাই হিসেবে থাকবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রকেট ও কো স্পনসর নেক্সাস পে।

সোমবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে এই ঘোষণা দেয় বিসিবি। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news