এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকটা রাঙাতে পারলেন না নেইমার
সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল আহলির হয়ে অভিষেক ম্যাচেই জয় দিয়ে লিগ শুরু করেছিলো ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। এবার নেইমারের অভিষেক হলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের অভিষেকটা মোটেও সুখকর হলো না। উজবেকিস্তানের ক্লাব নভবাহরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নেইমারের ক্লাব আল হিলাল।
রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হেরেই যেতে বসেছিলেন আল হিলাল। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে দারুণ এক হেডে সৌদি ক্লাবটিকে অন্তত একটি পয়েন্ট হলেও এনে দেন আলি আল বুলাইহি।
পুরো ম্যাচেই প্রভাব বিস্তার করে খেলেছে সৌদি ক্লাবটি। প্রথমার্ধে তো বলতে গেলে একতরফাভাবেই খেলেছে তারা। কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পেরেছিলো কম। নভবাহরের ডিফেন্স ছিল দুর্ভেদ্য। যে কারণে, তাদের ডিফেন্সে গিয়ে আল আহলির সব আক্রমণ ভেস্তে যায়।
দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিট নভবাহর পুরোপুরি প্রভাব বিস্তার করে খেলে এবং ৫৫তম মিনিটে এক কাউন্টার অ্যাটাকে জামসিদ ইস্কান্দেরভ বল এগিয়ে দেন তমা তাবাতাদজেকে। জর্জিয়ান এই ফরোয়ার্ড একজন ডিফেন্ডারকে কাটিয়ে বল জোরালো এক শটে বল জড়িয়ে দেন আল আহলির জালে। গোলরক্ষক মোহাম্মদ আলি ওয়াইজ চেষ্টা করেও বলটি ধরতে পারলেন না।
১-০ গোলেই ম্যাচ শেষ হচ্ছিলো প্রায়। কিন্তু রেফারি ১৪ মিনিট ইনজুরি টাইম ঘোষণা করেন। এ সময়ই আলি আল বুহাইলি লাফিয়ে উঠে মিখায়েলের ক্রসকে জড়িয়ে দেন নভবাহরের জালে। সে সঙ্গে রক্ষা করেন আল হিলালকেও।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি