খরচ কমাতে অস্ট্রেলিয়া সফর বাতিল করেছে বিসিবি

 বাংলাদেশ এ’ দলের অস্ট্রেলিয়া সফরের প্রায় সব কথাবার্তাই ছিল চূড়ান্ত পর্যায়ে। কিন্তু হুট করেই সেই সফরের বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের অক্টোবরে চার দিনের সিরিজটি আয়োজন করার কথা ছিল।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার সুযোগ খুব একটা হয় না বিধায় এই সিরিজটি আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি।

অস্ট্রেলিয়া সফরে ভিক্টোরিয়া, সেন্ট্রাল ও সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে সিরিজের পরিকল্পনাটা অনেকদূর এগিয়ে নিয়েছিল বোর্ড। আঞ্চলিক তিন দলের বিপক্ষে খেলার পরিকল্পনায় থাকা সিরিজটি বিসিবির প্রাইভেট সিরিজ হিসেবে গণ্য হবে। আর সে কারণে তা আয়োজনে বোর্ডের খরচ হতো ৬ থেকে ৭ কোটি টাকা। 


এই বিশাল পরিমাণ অর্থ বোর্ড খরচ করতে চাচ্ছে না বিধায় সিরিজটির আয়োজন থেকে সরে এসেছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একটি সূত্র এমনটাই জানিয়েছেন।

এছাড়া সিরিজটি যে সময় আয়োজনের পরিকল্পনা ছিল বোর্ডের, সে সময় চলবে ঢাকা লিগের নতুন মৌসুম। টানা খেলায় থাকা ক্রিকেটারদের শারীরিক পরিস্থিতিও বিবেচনায় আনা হয়েছে সিরিজটি বাতিলের ক্ষেত্রে।

মূলত সে সময়টাতে চার দিনের সিরিজটি খেলতে দিতে চাচ্ছে না বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ। এসকল দিক বিবেচনা করেই শেষ পর্যন্ত সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসে বোর্ড।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news