বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক বাবরের ডেপুটি শাহিন আফ্রিদি?
এশিয়া কাপে ব্যর্থতা। তার উপর শ্রীলঙ্কা ম্যাচে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। যা স্বীকার করতে চায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সামনেই বিশ্বকাপ। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, শাদাব খানকে সরিয়ে বিশ্বকাপে পাক দলের সহ অধিনায়ক করা হতে পারে শাহিন শাহ আফ্রিদিকে। এশিয়া কাপে শাদাবের পারফরম্যান্স ভাল নয়। এদিকে, আবার বাবরের সঙ্গে আফ্রিদির ঝামেলা। সেই শাহিনকেই এবার জুড়ে দেওয়া হচ্ছে বাবরের ডেপুটি হিসেবে।
সূত্রের খবর, পাক দল নিয়েও আলোচনা চলছে। বিশ্বকাপে পাকিস্তান দল কেমন হতে পারে, তা নিয়েও রিপোর্টে বলা হয়েছে। বাবর আজম, ইমাম উল হক, ফখর জামান, আবদুল্লা শফিক, সলমন আলি আঘা, ইফতিকার আহমেদ, সাদ সাকিল, মহম্মদ রিজওয়ান, মহম্মদ নওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলি, জামান খানরা দলে থাকতে পারেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


