অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজকে গুরুত্বহীন বললেন ওয়াসিম আকরাম
বিশ্বকাপের ঠিক প্রাক্কালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। স্বাভাবিক ভাবেই সবাই ধরে নিয়েছিল যে এই সিরিজেই দল গুছিয়ে নিতে চাইবেন রোহিত শর্মা। সঠিক কম্বিনেশন গড়ে তোলাই লক্ষ্য হবে। কিন্তু আদতে সেটা নয়। অস্ট্রেলিয়া সিরিজ বিশ্বকাপের মহড়া হলে প্রথম দুই ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়াদের কেন বিশ্রাম দেওয়া হল? দুটো দল ঘোষণা করা হয়েছে।
প্রথম দুটোতে নেতৃত্ব দেবেন কেএল রাহুল, শেষ একদিনের ম্যাচ রোহিত শর্মা। মোহালি, ইন্দোর এবং রাজকোটে হবে ম্যাচগুলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কাণ্ডজ্ঞানহীন সূচি দেখে অবাক পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। সরাসরি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজকে গুরুত্বহীন বললেন পাকিস্তানের কিংবদন্তি। তিনি বলেন, তিনটে ম্যাচ খেলতে দলকে তিন জায়গায় যেতে হবে। অনেকটা সময় চলে যাবে।
বিশ্বকাপের আগে এত বেশি যাত্রা করলে ক্লান্তি চলে আসতে পারে। বিশ্বকাপের ঠিক আগে কেন তিনটে একদিনের ম্যাচ খেলার কথা ভাবা হল জানি না। সবদিক বিবেচনা করলে এই সিরিজের কোনও প্রয়োজন ছিল না। মেগা ইভেন্টের আগে কোনও দলই ক্লান্ত হয়ে পড়তে চাইবে না। ঘরের মাঠে বিশ্বকাপ বলে কিন্তু ভারতই ফেভারিট। যদি আরও কাউকে দেখে নেওয়া লক্ষ্য হয়, তাহলে ঠিক আছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


