বিপিএলের শিরোপা মুশফিক ও মাহমুদউল্লাহকে  উৎসর্গ করলেন তামিম ইকবাল

পিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একচ্ছত্র দাপট থামিয়ে নতুন চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। আগের বারই তারা কুমিল্লার বিরুদ্ধে শিরোপা জিততে পারতো। ভাগ্যলক্ষি সহায় ছিলো না। ১ রানে হেরে যায় বরিশাল। এবার তারা ৬ উইকেটে কুমিল্লাকে হারিয়ে প্রতিশোধ নিলো নতুন চ্যাম্পিয়ন হয়ে। বিজয়ী ট্রফিটা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে উৎসর্গ করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

তামিম ইকবালের অনুভূতি প্রকাশ করার জন্য যখন তাকে ডাকা হলো সেখানে তামিম প্রথমেই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে আসতে বলেন। দুজনেই সেখানে যাওয়ার পর তামিম ফরচুন বরিশালের হয়ে জেতা বিপিএলের ট্রফিটা মুশফিক ও মাহমুদউল্লাহকে উৎসর্গ করার ঘোষণা দেন।

তিনি বলেন, এটাকে আসলে মুশির (মুশফিক) ট্রফিই বলা যায়। এসময় মুশফিককে ট্রফি উৎসর্গ করার ব্যাখ্যাও দেন তামিম। বলেন, সে মাঠে অসাধারণ কিছু কাজ করেছে। ফিল্ডিং পরিবর্তন করেছে, আরও অনেকভাবে আমাকে সাহায্য করেছে। তাই এটাকে আমি মুশির ট্রফিই বলবো।

তামিম আরও বলেন, আমি অধিনায়ক ছিলাম তাই মানুষ আমাকেই কৃতিত্ব দেবে। কিন্তু এ ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার চাপ অনেকটা কমিয়ে দিয়েছে। তাই আমি আমার নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেরেছি। মুশি, মাহমদুউল্লাহ এবং অন্যদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তামিম ইকবাল।

news