সাইফুদ্দিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দল, জানালেন শান্ত
বিপিএলের দশম আসরের আগে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন সাইফুদ্দিন। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে বিপিএলের মাঝপথে ফরচুন বরিশালের হয়ে ব্যাটে-বলে দুর্দান্ত খেলে আলোচনায় আসেন তিনি। বরিশালের প্রথম শিরোপা জয়েও বড় ভূমিকা রেখেছেন সাইফুদ্দিন।
বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্সের পরও কেন জাতীয় দলে সুযোগ মেলেনি সাইফউদ্দিনের সেই ব্যাখ্যা দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই টুর্নামেন্ট চলাকালীনই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সুযোগ পাননি সাইফুদ্দিন। যদিও তখন আলোচনায় ছিলেন না তিনি। পরবর্তীতে টানা ৯ ম্যাচ ১৫ উইকেট শিকার করেন সাইফুউদ্দিন। ফাইনালে ডেথ ওভারে দারুণ বোলিং নজর কেড়েছে সকলের।
রোববার (৩ মার্চ) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানান, চোট কাটিয়ে ফিরে সাইফুউদ্দিন বিপিএলে ভালো করলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিয়ে এখনই ঝুঁকি নিতে চায় না দল।
সাইফউদ্দিনকে নিয়ে শান্ত বলেন, সাইফউদ্দিনের ব্যাপার যেটা তা হলো ইনজুরি থেকে আসার পর খুব ভালোভাবে ফিরেছে। তবে ইনজুরি থেকে আসার পর এরকম একটা সিরিজ খেলা আমাদের ফিজিও যারাই ছিলেন সবার মনে হয়েছে এটা ঝুঁকিপূর্ণ হবে। আশা করছি এরকম পারফরম্যান্স চালিয়ে যাবে, তাহলে সুযোগ থাকবে।


