আরব আমিরাতের নিষিদ্ধ ক্রিকেটার উসমানকে জাতীয় দলে নিচ্ছে পাকিস্তান
অনেক বিতর্কের মাঝে সুখবর পেলেন উসমান খান।আরব আমিরাতের হয়ে খেলবেন নাকি পাকিস্তানের হয়ে খেলবেন তিনি, তা নিয়ে ছিল সংশয়। যদিও পিএসএল শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন শুরু করায় ক্ষুব্ধ হয়ে গত সপ্তাহে আরব আমিরাত ক্রিকেট বোর্ড তাদের দেশের সব ধরনের ক্রিকেটীয় ইভেন্টে উসমানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দেয়।
এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি সোমবার পরিষ্কার করে দিয়েছেন উসমান খানের বিষয়টা। তিনি সরাসরি বলে দিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে উসমান খান পাকিস্তানের হয়ে খেলার উপযুক্ত হবেন। পাকিস্তানের যে দল গঠন করা হবে, সে দলে যুক্ত করার জন্য নির্বাচকরা তাকে বিবেচনায় নিতে পারবেন। এ নিয়ে তার সামনে কোনো বাধা থাকবে না।
পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত দেশটির ক্রিকেটারদের যে ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়, সেখানে অংশ নেয়া ২৯ ক্রিকেটারের একজন ছিলেন উসমান খান। আরব আমিরাত কর্তৃক ৫ বছরের জন্য নিষিদ্ধ হলেও পিসিবি চেয়ারম্যান নিশ্চিত করেছেন, পাকিস্তানের খেলার যোগ্যতা রয়েছে উসমান খানের। তিনি বলেন, ‘উসমান খান পাকিস্তানের হয়ে খেলার জন্য যোগ্য এবং সে এই দলের হয়েই খেলবে।


