২০২৬ সালে তিন দেশের ১৬টি শহরে বিশ্বকাপ

চার বছর পর পর বিশ্বে ফুটবলের উন্মদনা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। চলতি বছর বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। চার বছর পর ২০২৬ সালে ইতিহাসে প্রথমবার ৩টি দেশ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। যেখানে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মোট ১৬টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচ। ২০২৬ সালের বিশ্বকাপে থাকছে বেশ কিছু নতুনত্ব যা বিশ্ব আগে কখনো দেখেনি। ১৯৭৮ সালে শুরু হওয়া ৩২ দলের সংখ্যা বেড়ে বিশ্বকাপে প্রথমবার অংশ নিবে ৪৮টি দেশ। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র আগে এককভাবে বিশ্বকাপ আয়োজন করলেও এবার এই দুই দেশের সাথে যুক্ত হয়ে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কানাডা। এছাড়া ইতিহাসের প্রথম দেশ হিসেবে তৃতীয়বার আয়োজকের তালিকায় নাম লেখাতে যাচ্ছে মেক্সিকো। এর আগে ১৯৭০ ও ১৯৮৬ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিলো মেক্সিসো আর ১৯৯৪ সালে বিশ্বকাপ আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। 

বিশ্বকাপে সবার থেকে ভিন্ন একটি অভিজ্ঞতা পেতে পারে ব্রাজিল। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র উভয় দেশ থেকেই বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া দলটি প্রথমবার একই বিশ্বকাপে এমন দুইটি দেশের মাটিতে একই বিশ্বকাপে খেলতে পারবে যেই দুইটি দেশের মাটি থেকেই তাদের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে। যুক্তরাষ্ট্রের ১১টি শহরে আয়োজন করার হবে ২০২৬ সালের বিশ্বকাপের ম্যাচ যেখানে তালিকায় আছে, আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, বোস্টনের জিলেট স্টেডিয়াম, ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়াম, হিউস্টনের এনআরজি স্টেডিয়াম, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়াম, নিউইয়র্ক/ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম, মায়ামির হার্ড রক স্টেডিয়াম, ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো বের লিভাইস স্টেডিয়াম, সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়াম। তালিকায় থাকা মেক্সিকোর তিনটি শহর যথাক্রমে গুয়াদালাহারার এস্তাদিও আকরোন, মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা এবং মন্তেরেইয়ের এস্তাদিও বিবিভিএ বানকোমার। আর কানাডার দুইটি শহরের মাঝে আছে টরন্টোর বিএমও ফিল্ড, ও ভ্যাঙ্কুভারের বিসি প্লেস।

news