বৃষ্টির কারণে ভারত ও ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচে টস বিলম্ব

 টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শেষের দিকে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের প্রতিপক্ষ কে হবে, ইংল্যান্ড নাকি ভারত? দ্বিতীয় সেমিফাইনালের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। তবে বহুল প্রতীক্ষিত এই লড়াইটি সময়মতো মাঠে গড়ায়নি।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে টস দেরি হচ্ছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৭ জুন) রাত ৮টায় টস হওয়ার কথা ছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news