এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে ভারতের জয়জয়কার! প্রথম দিনেই এল ১০টি পদক

 সাইক্লিংয়ে ভারতের দরবারে পদক এল। দীর্ঘ ১৭ বছর পর এই খেতাব এল ভারতে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে (Asian Track Cycling Championships) ৪ কিলোমিটার রেসে সিনিয়র মহিলাদের বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। উজবেকিস্তানকে হারিয়ে এই ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। এটি ভারতের জন্যও বড় একটি কৃতিত্ব।

ভারতীয় শিবিরে ছিলেন ছায়ানিকা গগৈ, রেজিয়া কে এইচ দেবী, মীনাক্ষী এবং মনিকা। সকলের যৌথ প্রচেষ্টায় এই সাফল্য এল ভারতে। শুধু তাই নয় জুনিয়র বিভাগেও এসেছে ৭টি পদক। প্যারা চ্যাম্পিয়নশিপে ৩ টি পদক। সব মিলিয়ে এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে মোট ১০টি পদক এল ভারতে।

এই দুর্দান্ত পারফরম্যান্সের পরে ভারতের প্রধান কোচ ভি এন সিং বলেন, “গত ৮ বছরে ভারত অনেক কিছুই অর্জন করেছে। ৮ বছর আগের পরিস্থিতি অত সহজ ছিল না। এখন ভারতীয় দল শুধু রেস শেষই করছে না, পদকও জিতেছে।” ভারতের এই সাফল্যে খুশি দেশের ক্রীড়াপ্রেমীরা।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news