আর্জেন্টিনার বিদায়, অলিম্পিক ফুটবলের সেমিতে ফ্রান্স, ম্যাচ শেষে দুই দলের সংঘর্ষ
প্যারিস অলিম্পিক ফুটবলে পদক লড়াই নিশ্চিত করতে দুই দলের মধ্যে লড়াইটা হলো সমানে সমান। তবে শেষ হাসিটা হেসেছে ফ্রান্স। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিকস ফুটবলের সেমি-ফাইনালে উঠেছে স্বাগতিকরা। তবে ম্যাচ ছাপিয়েও আলোচনার এখন কেন্দ্রে এখন ম্যাচ শেষে দু’দলের মধ্যে সংঘর্ষ।
শুক্রবার বর্গদুয়ে ম্যাচের পঞ্চম মিনিটে কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে দেন জিন-ফিলিপে মাতেতা। আক্রমণের দিক দিয়ে এগিয়ে থাকা আর্জেন্টিনা নিজেদের সেরা সুযোগ পেয়েছিল বিরতির ঠিক আগ মুহূর্তে। তবে ফরোয়ার্ড গিউলিয়ানো সিমিওনের হেড পোস্টের ওপর দিয়ে চলে যায়।
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ৮৫তম মিনিটে ফরাসিরা বল জালে জড়ালেও ভিএআর দেখে ফাউলের কারণে তা বাতিল করে দেন রেফারি। ম্যাচের যোগ করা সময়ে আর্জেন্টিনা বেশ কিছু আক্রমণ চালালেও জালের দেখা না পাওয়ায় খালি হাতেই আসর থেকে বিদায় নিতে হয় ২০০৪ ও ২০০৮ আসরের সোনাজয়ীদের।
এরপরই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। শেষ বাঁশি বাজতেই মাঠের মধ্যে দুই দলের কোচ ও খেলোয়াড়রা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এর আগে আর্জেন্টিনা দলের জাতীয় সংগীতের সময় তাদের উদ্দেশে দুয়োধ্বনি দেয় স্টেডিয়াম ভর্তি ফরাসি সমর্থকরা।
সম্প্রতি মাঠের লড়াই ও মাঠের বাইরের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে দারুন প্রতিদ্বন্দিতা শুরু হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে। ২০২২ কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ফরাসিদের হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর গত ১৪ জুলাই কোপা আমেরিকার শিরোপা জয়ের উদযাপনের সময় ফ্রান্সের ফুটবলারদের উদ্দেশ্য করে বর্ণবাদী গান গায় আর্জেন্টিনার কিছু ফুটবলার।
ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় সোনা জেতার অভিযানে থাকা ফ্রান্সের প্রতিপক্ষ মিশর। অপর সেমিতে মরক্কোর মুখোমুখি হবে স্পেন।