আজিজুল হাকিমের বলটা উড়িয়ে মারলেন চেতন শর্মা। লং অনে খানিক দৌড়ে বলটা তালুবন্দি করেই উল্লাসে ফেটে পড়লেন কলিম সিদ্দিকী। সেই সঙ্গে উল্লাসে ফেটে পড়লো গোটা গ্যালারি। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ। ফাইনালে ভারতীয়দের ৫৯ রানে হারিয়েছে লাল-সবুজের সারথীরা। 

রবিবার (৮ ডিসেম্বর) সুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যট করতে নেমে ৪৯.১ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে চল্লিশোর্ধ্ব দুটি ইনিংস খেলেন মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন। জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৫.২ ওভারে ১৩৯ রানেই থামতে হয় ভারতকে।

news