বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বড় স্বপ্ন দেখছেন—চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করতে চান তিনি। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দল থাকলেও শান্তর বিশ্বাস, বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে। ক্রিকেটপ্রেমীরাও চান, তার এ স্বপ্ন বাস্তবে রূপ নিক। বুধবার (১২ ফেব্রুয়ারি) অফিশিয়াল ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টাইগার অধিনায়ক।
বাংলাদেশ এখনও পর্যন্ত আইসিসির কোনো বড় শিরোপা জিততে পারেনি। তবে এবার ট্রফির জন্যই মাঠে নামবে লাল-সবুজের দল। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ, যা আইসিসির কোনো ইভেন্টে টাইগারদের সেরা সাফল্য। এবার সেমিফাইনাল নয়, বরং শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে দল।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, "আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। তবে এজন্য কোনো বাড়তি চাপ অনুভব করছি না। ৮ দলই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে, আমরাও ব্যতিক্রম নই। আমাদের দলে সে সামর্থ্য আছে এবং আমরা সবাই নিজেদের ওপর বিশ্বাস রাখছি।"
শান্ত আরও বলেন, "সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে কঠোর পরিশ্রম করছি। সততার সঙ্গে খেলতে চাই, আমাদের সবার লক্ষ্য ট্রফি জয়।"
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা জয়ের মিশন শুরু করবে টাইগাররা।


