বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ পাকিস্তানে পৌঁছেছে আগামী তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। কিছুদিন ধরে আরব আমিরাতে অবস্থান করার পর রোববার সকালে দলটি পাকিস্তানে পাড়ি জমান। আরব আমিরাতে তারা তিন ম্যাচের সিরিজ খেলেও হেরেছে স্বাগতিকদের বিরুদ্ধে।
পাকিস্তানে প্রথম দফায় পৌঁছানো খেলোয়াড়ের মধ্যে আছেন দশজন ক্রিকেটার, যার মধ্যে রয়েছে হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। ম্যানেজার নাফিস ইকবালসহ কয়েকজন সাপোর্ট স্টাফও একই সঙ্গে দেশটিতে এসেছেন। দলের বাকী সদস্যরা সোমবার পাকিস্তানে পৌঁছাবেন।
আগামী সিরিজের মূল দলে ছিলেন নাহিদ রানা, তবে নিরাপত্তাহীনতার কারণে তিনি পাকিস্তানে যেতে রাজি হননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। নাহিদ রানার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, যিনি বর্তমানে পাকিস্তানে আইপিএলে খেলা শেষে অবস্থান করছেন। রিশাদ হোসেনও সিরিজের জন্য পাকিস্তানে রয়েছেন।
আইপিএলে খেলতে বর্তমানে ভারতে থাকা মুস্তাফিজুর রহমানও দলের সঙ্গে যোগ দেবেন। তার দল আইপিএল কোয়ালিফায়ারে জায়গা করতে না পারায় তিনি ভারত থেকে দুবাই হয়ে পাকিস্তানে যাবেন।
এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ৩০ মে এবং তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১ জুন, সবগুলো ম্যাচই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। দুই দল মাঠে নামবে ২০ ওভার ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে।


