সময়টা একেবারেই অনুকূলে নয় বাংলাদেশের ক্রিকেট দলের জন্য। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিরুদ্ধেও প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানের পরাজয় বরণ করেছে টাইগাররা। পরপর হারের এই ধারা সমর্থকদের হতাশ করলেও, দলপতি লিটন দাস আশাবাদী পুনরুদ্ধারের ব্যাপারে।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটন বলেন, “আমরা তিন বিভাগেই—বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং—খুব ভালো খেলতে পারিনি। এখনো সিরিজে দুটি ম্যাচ বাকি আছে। আমাদের অবশ্যই ফিরে আসতে হবে এবং ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে।”
লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যাট হাতে বাংলাদেশ ব্যর্থ। লক্ষ্যে পৌঁছাতে হলে প্রয়োজন ছিল বুদ্ধিদীপ্ত ব্যাটিং, কিন্তু তা দেখা যায়নি। লিটন স্বীকার করেন, “এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব ছিল। উইকেট ছিল ব্যাটসম্যানদের সহায়ক এবং আউটফিল্ড খুব দ্রুত ছিল। কিন্তু আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।”
শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও ছিল দারুণ খামতি। সহজ ক্যাচ ফেলা, ভুল থ্রো আর দৃষ্টিকটু ফিল্ডিং দলকে চাপে ফেলে দেয়। লিটন বলেন, “ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে। এখনো আমরা মান অনুযায়ী ফিল্ডিং করতে পারছি না। এগুলো নিয়েই কাজ করতে হবে।”
বাংলাদেশের সামনে এখন সিরিজে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। তবে অধিনায়কের কণ্ঠে ছিল দায়িত্ববোধ আর আশার বার্তা—“দুই ম্যাচে ভালো পারফর্ম করে সিরিজে ফিরতে হবে। প্রত্যেকে নিজের সেরাটা দিতে পারলেই ফল আসবে।”
সমর্থকদের আশা, লিটনের এই আত্মবিশ্বাসই হয়তো ঘুরে দাঁড়ানোর গল্পের সূচনা করবে।


