এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। শেষ পর্যন্ত আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে লিটন দাসের দল জয় পেলেও নেট রানরেট বাড়াতে না পারায় এখন তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কার ফলাফলের দিকে।
মঙ্গলবার আবু ধাবিতে গ্রুপ ‘বি’-এর ম্যাচে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ফিফটির সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। জবাবে আফগানিস্তানের ইনিংস থামে ১৪৬ রানে।
সুপার ফোরে বাংলাদেশের সমীকরণ
বৃহস্পতিবার মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সে ম্যাচে যদি আফগানিস্তান জয়ী হয়, তবে নেট রানরেটের কারণে বাংলাদেশ ছিটকে যাবে। তবে শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশের সুপার ফোরে ওঠার সম্ভাবনা বেঁচে থাকবে। আর একমাত্র অবিশ্বাস্য ব্যবধানে জয় পেলে আফগানরা লঙ্কানদের নেট রানরেট টপকাতে পারবে।
অর্থাৎ, কোটি সমর্থক এখন চোখ রেখেছেন শ্রীলঙ্কার জয়ের দিকেই।
ব্যাটিংয়ে ধুঁকলেও তানজিদের লড়াকু ফিফটি
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নতুন ওপেনিং জুটি সাইফ হাসান ও তানজিদকে দিয়ে শুরু করে। দীর্ঘ ১১ ইনিংস পর দল উদ্বোধনী জুটিতে পায় পঞ্চাশ রানের দেখা। তবে পাওয়ারপ্লে শেষ হতেই থেমে যায় সেই জুটি।
রশিদ খানের বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ (৩০)। অধিনায়ক লিটন দাসও (৯) খুব দ্রুত বিদায় নেন। এরপর নূর আহমেদের ঘূর্ণিতে এলবিডব্লিউ হন তানজিদ (২৮ বলে ৫০)।
শামীম হোসেন ১১ রান ও তাওহিদ হৃদয় ২৬ রান করলেও আফগান স্পিনের সামনে সংগ্রাম চালাতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে জাকের আলী ও নুরুল হাসান সোহান চেষ্টা করেও রান তুলতে ব্যর্থ হন। শেষ ১১ বলে দল তুলতে পারে মাত্র ১৫ রান।
বোলারদের নৈপুণ্যে জয়
ব্যাটিং ব্যর্থ হলেও বোলারদের ধারালো আক্রমণেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। আফগান ব্যাটাররা শেষ মুহূর্তে চাপ সামলাতে না পেরে ১৪৬ রানে থেমে যায়।
এই জয় বাংলাদেশের আশা জিইয়ে রাখলেও সুপার ফোরের টিকিট এখন শ্রীলঙ্কার হাতে।


