ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হিসেবে ফের শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলির নাম। মাত্র কয়েক দিন আগে সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি, ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কথা। তবে বোর্ড প্রেসিডেন্ট হওয়া নিয়ে বেশ সতর্ক শোনাচ্ছে প্রিন্স অব কলকাতাকে। বৃহস্পতিবার সৌরভ বলেন,
“আমি এখনও কিছু বলতে পারব না। এই বিষয়ে আমার কাছে কোনও খবর আসেনি।”

তবে ক্রিকেট মহলের গুঞ্জন ভিন্ন কথা বলছে। ২৮ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সৌরভই সিএবির প্রতিনিধি হয়ে যোগ দেবেন। সেই সভায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা। রজার বিনির স্থলাভিষিক্ত হবেন যিনি, আপাতত তাঁর জায়গা সামলাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।

এই পদে সৌরভের প্রতিদ্বন্দ্বী হিসেবে শোনা যাচ্ছে হরভজন সিংয়ের নাম, যিনি পাঞ্জাব ক্রিকেট সংস্থার হয়ে প্রতিনিধিত্ব করবেন। হঠাৎ কর্নাটকের সাবেক স্পিনার রঘুরাম ভাটের নামও ভেসে উঠেছে। তবে একাধিকবার একই রাজ্য থেকে প্রেসিডেন্ট হওয়ার নজির নেই। এর আগে কর্নাটকের রজার বিনি দায়িত্বে ছিলেন। আবার কারও মতে, পশ্চিম ভারতের প্রাক্তন ক্রিকেটার কিরণ মোরেও সম্ভাব্য প্রার্থী।

সবশেষ খবর অনুযায়ী, ২০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বোর্ড কর্তারা বৈঠকে বসবেন। সেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে। সেদিনই ঠিক হয়ে যাবে, কার হাতে যাচ্ছে বিসিসিআইয়ের ভার।

ভারতীয় বোর্ড এবার একজন হেভিওয়েট ক্রিকেটারকেই প্রেসিডেন্ট হিসেবে চাইছে। এর আগেও ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন সৌরভ। ফলে অভিজ্ঞতার দিক থেকে তিনি এগিয়েই থাকবেন। তবে সৌরভ প্রেসিডেন্ট হলে সিএবির পদ ছাড়তে হবে, আর নতুন করে নির্বাচন হবে কলকাতার এই সংস্থায়।

এখন চোখ সবার নয়াদিল্লির বৈঠকে— ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু শুধু একটাই প্রশ্ন, সৌরভ কি ফিরছেন বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে?

 

news