শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে কুশল মেন্ডিসদের দল। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশকে সঙ্গে নিয়েই পরের রাউন্ডে উঠেছে লঙ্কানরা। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান।
২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোরে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ সেপ্টেম্বর প্রতিপক্ষ ভারত, আর পরদিনই (২৫ সেপ্টেম্বর) খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। সুপার ফোরে একমাত্র বাংলাদেশকেই টানা দুই দিনে ম্যাচ খেলতে হচ্ছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সুপার ফোরের টিকিটের দাম ঘোষণা করেছে। সাধারণ টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৭৫ দিরহাম (প্রায় ২ হাজার ৪৮৬ টাকা)। প্লাটিনামলিস্ট ডট নেট থেকে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। তবে ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে দাম আকাশছোঁয়া— সর্বনিম্ন ৩৫০ দিরহাম (প্রায় ১১ হাজার ৬০২ টাকা)।
সমর্থকদের জন্য থাকছে দুই ধরনের প্যাকেজ— ‘এ’ এবং ‘বি’।
প্যাকেজ এ (৫২৫ দিরহাম): বাংলাদেশ-শ্রীলঙ্কা, ভারত-পাকিস্তান ও বাংলাদেশ-ভারতের খেলা।
প্যাকেজ বি (৫২৫ দিরহাম): বাংলাদেশ-পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা এবং টুর্নামেন্টের ফাইনাল।
প্যাকেজের টিকিট কিনতে পারবেন দুবাই ও আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পাশে থাকা অফিস থেকেও। ক্রিকেটপ্রেমীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ নিঃসন্দেহে ২১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ।


