এশিয়া কাপে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে ভারত। তবে শুক্রবার ওমানের বিপক্ষে জিতলেও, জয়টা সহজ ছিল না। ২১ রানের ব্যবধানে পাওয়া এই কষ্টার্জিত জয় পাকিস্তানের বিপক্ষে বড় ম্যাচের আগে বাড়িয়ে দিল উদ্বেগ।
প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৮৮ রান ৮ উইকেটে। ধারণা করা হচ্ছিল, আবু ধাবির মন্থর উইকেটে ওমান সহজে ভেঙে পড়বে। কিন্তু স্বল্প অভিজ্ঞতার দলটি দুর্দান্ত লড়াই করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে তোলে ১৬৭ রান।
ওমানের ইনিংস শুরু হয় দারুণভাবে। ওপেনার যতীন্দর সিং ৩২ রান করে আউট হলেও, আমির কালিম ও হাম্মাদ মির্জার দ্বিতীয় উইকেট জুটি ভারতীয় বোলারদের চাপে ফেলে দেয়। দুইজন মিলে গড়েন ৯৩ রানের পার্টনারশিপ।
৪৬ বলে ৬৪ রান করেন কালিম, যার মধ্যে ছিল ২ ছক্কা ও ৭ চার। হাম্মাদ মির্জা ৩৩ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন। তাদের ব্যাটিং ভারতকে পুরো ম্যাচে সতর্ক রেখেছিল।
এর আগে ভারতের ব্যাটিংয়েও ছিল ওঠানামা। ওপেনার অভিষেক শর্মা ১৫ বলে ঝড়ো ৩৮ রান করলেও অর্ধশতক হাতছাড়া করেন। শুভমন গিল মাত্র ৫ রানে বোল্ড হয়ে ফেরেন শাহ ফয়জলের বলে। সেই ফয়জল পরে সঞ্জু স্যামসনকেও ফিরিয়ে দেন।
তবে সঞ্জু এদিন দায়িত্ব নিয়ে খেলেন। তিন নম্বরে নেমে করেন ৪৫ বলে ৫৬ রান, যার মধ্যে ছিল ৩ ছক্কা ও ৪ চার। এছাড়া লোয়ার অর্ডারে অক্ষর প্যাটেল (২৬) ও তিলক বর্মা (২৯) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ বলে ছক্কা মেরে হার্দিক পাণ্ডিয়া দলকে পৌঁছে দেন ১৮৮ রানে।
বল হাতে তেমন ধার না থাকলেও, ওমানের বোলাররা শৃঙ্খলাপূর্ণ বোলিং করে ভারতের রান আটকান। বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছেন শাহ ফয়জল।
যদিও জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করেছে ভারত, তবে ওমানের বিপক্ষে এই ঘাম ঝরানো জয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে চিন্তা বাড়াচ্ছে গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদবদের জন্য।


