পর্তুগালের নামকরা ফুটবল ক্লাব বেনফিকায় আবারও দেখা যাবে কিংবদন্তি কোচ হোসে মরিনহোকে। ২৫ বছর পর নিজের দেশের ক্লাবে ফিরতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বেনফিকা কর্তৃপক্ষ।
২০০০ সালে এই বেনফিকাকেই প্রথমবার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মরিনহো। এবার নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত দলটির ডাগআউটে দেখা যাবে তাকে।
প্রথম দফায় বেনফিকার হয়ে মাত্র ১১টি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর পোর্তোর হয়ে দারুণ সাফল্য এনে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেন। চেলসিতে থেকে জেতেন দুইটি প্রিমিয়ার লিগ শিরোপা। এরপর ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের মতো বড় ক্লাবের কোচ ছিলেন তিনি।
সবশেষ তিনি দায়িত্বে ছিলেন তুরস্কের ক্লাব ফেনেরবাচের। তবে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে বেনফিকার কাছে হারের পর চাকরি হারান। এবার ভাগ্যের পরিহাসে ঠিক সেই বেনফিকাতেই ফিরে এলেন নিজের কোচিং ক্যারিয়ারের শুরুতে যাওয়া এই পর্তুগিজ তারকা।


