চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে জমজমাট লড়াই উপহার দিয়েছে ইউরোপিয়ান জায়ান্টরা। বার্সেলোনার হয়ে প্রথমবার নামতেই দুর্দান্ত পারফর্ম করলেন মার্কাস র‍্যাশফোর্ড। তার জোড়া গোলে জয় দিয়ে আসর শুরু করেছে কাতালানরা। অন্যদিকে ১০ জনের নাপোলিকে হারিয়ে ছন্দে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

বৃহস্পতিবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলের জয় পায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাত্র ৯ মিনিটের ব্যবধানে দুই গোল করেন র‍্যাশফোর্ড। ৫৮ মিনিটে জুলস কুন্দের ক্রস থেকে হেডে প্রথম গোল করেন তিনি। এরপর ৬৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানইউ থেকে ধারে আসা এই ফরোয়ার্ড। যদিও ৯০ মিনিটে অ্যান্টনি গর্ডন এক গোল শোধ দেন স্বাগতিকদের হয়ে।

চোটের কারণে লামিনে ইয়ামালকে ছাড়াই নামা বার্সেলোনা ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে আক্রমণ চালায়। তারা নেয় ১৯টি শট, যার মধ্যে ৫টি লক্ষ্যে থাকে। অন্যদিকে নিউক্যাসল ১০ শটের মধ্যে ৬টি অন টার্গেটে নেয়। আক্রমণ-প্রতিআক্রমণে ভরপুর ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে দর্শকদের জন্য।

অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারায় নাপোলিকে। ২১ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাপোলির অধিনায়ক জিওভান্নি দি লরেন্সো, ফলে ১০ জনের দলে পরিণত হয় ইতালির চ্যাম্পিয়নরা। বল দখলে ৭৪ শতাংশ নিয়ন্ত্রণ নেয় সিটি, মোট ২৩টি শট নেয় যার মধ্যে ৮টি লক্ষ্যে। নাপোলি নিতে পারে মাত্র ১ শট।

৫৬ মিনিটে ফিল ফোডেনের পাস থেকে গোল করেন আর্লিং হলান্দ। এর মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে দ্রুত ৫০ গোল করার রেকর্ড গড়লেন তিনি। মাত্র ৪৯ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন নরওয়ের এই গোলমেশিন। আগের রেকর্ড ছিল রুড ফন নিস্টলরয়ের দখলে, যিনি ৬২ ম্যাচে করেছিলেন ৫০ গোল। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেরেমি ডোকু।

দিনের অন্য ম্যাচগুলোতেও জমজমাট ফলাফল এসেছে। ক্লাব ব্রুজ ৪-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব মোনাকোকে, প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলা কাজাখ ক্লাব কাইরাত আলমাতি হেরেছে ৪-১ গোলে বেনফিকার কাছে। আর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ৫-১ গোলে বিধ্বস্ত করেছে গালাতাসারাইকে। অন্যদিকে, বায়ার লেভারকুজেন কোপেনহেগেনের সঙ্গে খেলেছে ২-২ গোলে ড্র, আর জিতেছে স্পোর্টিং লিসবন।

 

news