বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ভোট শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। বুলবুলের নেতৃত্বে গঠিত নতুন বোর্ডে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।

নতুন সভাপতি নির্বাচনের পর সোমবার রাতে সংবাদ সম্মেলনে উপস্থিত হন বিসিবির নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যরা। সেখানেই প্রথমবারের মতো নিজের পরিকল্পনা তুলে ধরেন আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে নতুন বোর্ড গঠিত হয়েছে। এখন আমাদের লক্ষ্য, আগামী চার বছরে বাংলাদেশের ক্রিকেটকে কোথায় দেখতে চাই তা বাস্তবে রূপ দেওয়া। পদ নয়, ক্রিকেটই আমাদের প্রথম অগ্রাধিকার। সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছি।”

‘ক্রিকেট এখন আমার দায়িত্ব, ভালোবাসা নয়’

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন— বোর্ড সভাপতির পদটি তো অবৈতনিক, তাহলে এত বড় দায়িত্ব নিতে কতটা ত্যাগ স্বীকার করতে হবে?

উত্তরে বুলবুল বলেন, “বিসিবি সভাপতির পদ কখনোই বেতনের ছিল না, এখনও নয়। আমি চাকরি ছেড়ে এসেছি, কিন্তু সেটা নিয়ে ভাবছি না। এখন আমার একটাই চিন্তা— বাংলাদেশ ক্রিকেটকে সেবা দেওয়া। এটা আমার ভালোবাসার জায়গা।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছি। প্রথমে ভেবেছিলাম স্বল্পমেয়াদি দায়িত্ব পালন করব। কিন্তু যত বেশি কাজ করেছি, ততই এর সঙ্গে একাত্ম হয়ে গেছি। উন্নয়নের এই পথচলায় আমি এখন থামতে পারি না।”

‘চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা পারব’

নতুন বোর্ডের ২৫ সদস্যের মধ্যে পাঁচজন ছাড়া বাকিরা সবাই নতুন মুখ। এ প্রসঙ্গে বুলবুল বলেন, “নতুন বোর্ড মানেই নতুন উদ্যম। সবাই নিজের জায়গা থেকে যোগ্যতা নিয়েই এখানে এসেছে। আমরা শিখতে শিখতেই এগোবো। এটা চ্যালেঞ্জ, তবে সবাই মিলে কাজ করলে অসম্ভব কিছু নয়।”

বুলবুল আরও বলেন, “যারা বোর্ডে আসতে পারেননি, তাদেরও আমরা সঙ্গে চাই। দেশের ক্রিকেটের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব।”

‘একই লক্ষ্য— বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া’

সহসভাপতি ফারুক আহমেদ বলেন, “ছোটখাটো পার্থক্য ভুলে সবাই মিলে কাজ করতে হবে। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়াই এখন সবার লক্ষ্য হওয়া উচিত।”

নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব গ্রহণে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, তার নেতৃত্বে বিসিবি আবারও একটি সংগঠিত ও দূরদর্শী পর্যায়ে পৌঁছাবে।

 

news