নারী বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল পাকিস্তানকে হারিয়ে। এবার লাল-সবুজ দল মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ডের। সাবেক চ্যাম্পিয়নদের বিরুদ্ধে টাইগ্রেসরা খেলবে তাদের দ্বিতীয় ম্যাচ।
ভারতের গুয়াহাটিতে মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩:৩০টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ লড়াই।
বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সহজ হবে না বাংলাদেশের জন্য। টাইগ্রেসরা ওয়ানডেতে মাত্র দুইবার বিশ্বমঞ্চে কোয়ালিফাই করতে পেরেছে। তারপরও প্রথম ম্যাচ জয়ী অধিনায়কের আত্মবিশ্বাস তুঙ্গে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের অবস্থান ও পরিকল্পনা জানালেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলাতানা।
নিগার বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালে আমরা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছি। কিছু পরিসংখ্যান দেখেছি, হিসাব-নিকাশ করেছি। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে চাই ঠিক যেমন এক ম্যাচে খেলি। আমরা তাদের নাম দিয়ে ভয় পাবো না।”
তিনি আরও বলেন, “বিশ্বকাপ হলো আমাদের সক্ষমতা দেখানোর সবচেয়ে বড় মঞ্চ। আমরা আন্তর্জাতিক ম্যাচ খুব কম খেলার সুযোগ পাই, এমনকি শক্তিশালী দলের বিপক্ষে। এটা আমাদের ঘাটতি ছিল। তবে ২০২২ সালের পর ফিউচার ট্যুরস প্রোগ্রামের আওতায় আমরা অনেক ভালো দলের বিপক্ষে সিরিজ খেলেছি, যা আমাদের জন্য মূল্যবান অভিজ্ঞতা।”
ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে টাইগ্রেসরা ১০০ রানে হেরেছিল। টি-টোয়েন্টিতে চারবারের মুখোমুখি দেখায় সব ম্যাচে ইংল্যান্ডের জয়।
এবার লাল-সবুজের লক্ষ্য স্পষ্ট—ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের শক্তি ও আত্মবিশ্বাস দেখানো।


