আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো, ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ও জাপান, আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দিন নির্ধারিতফুটবলপ্রেমীদের জন্য এই অক্টোবর মাস বোমার মতো। চলতি মাসে বিশ্বকাপ বাছাই ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামবে দক্ষিণ আমেরিকার দুই সুপার পাওয়ার—আর্জেন্টিনা ও ব্রাজিল।

গত ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এবার ১১ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৬টায় একই ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। ম্যাচের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়াম।

এর তিনদিন পর, অর্থাৎ ১৪ অক্টোবর আর্জেন্টিনা শিকাগোর সোলজার ফিল্ডে পুয়ের্তো রিকোর বিপক্ষে লড়াই করবে। এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।

ব্রাজিল:
চলতি আন্তর্জাতিক উইন্ডোতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ১০ অক্টোবর ভোর ৫টায় সিউলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলবে। এরপর ১৪ অক্টোবর ভোর সাড়ে ৪টায় টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়াই করবে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ১ অক্টোবর ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন। এই স্কোয়াডে নেইমারকে বাদ দিয়ে রদ্রিগো ও ভিনিসিউসকে জাতীয় দলে ফিরিয়েছেন তিনি।

তিতের অধীনে ২০২২ কাতার বিশ্বকাপের আগে ব্রাজিল একই কৌশল অনুসরণ করেছিল। সেই সফরে দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং জাপানকে ১-০ গোলে হারিয়েছিল সেলেসাওরা। এবারের ম্যাচও আগের সেই জয়জয়কারের স্মৃতি পুনরায় ফিরিয়ে আনতে পারে।

ফুটবলপ্রেমীদের জন্য উভয় দলের এই ম্যাচ উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার আভাস দিচ্ছে।

 

news