ভারতের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ ফুটবল দলের বিশেষ প্রস্তুতি শুরু হয়ে গেছে! এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বড় ম্যাচটির জন্য আজ থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখনো রয়েই গেছে – কখন আসছেন দলের দুই বিদেশি তারকা হামজা চৌধুরী আর শমিত সোম?

১৮ নভেম্বর ভারতের বিরুদ্ধে সেই গুরুত্বপূর্ণ হোম ম্যাচটির আগে, ১৩ নভেম্বর বাংলাদেশ নেপালের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচ মাথায় রেখেই আজ থেকে ক্যাম্প শুরু হচ্ছে। তবে ভক্তদের জন্য একটু অপেক্ষার খবর হলো, হামজা চৌধুরী এখনই ক্যাম্পে যোগ দিতে পারছেন না। তিনি তার ক্লাব লেস্টার সিটির জন্য ৮ নভেম্বর নরউইচ সিটির বিপক্ষে ম্যাচ খেলে তারপরই দেশে ফিরবেন। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন, হামজা ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন।

অন্যদিকে, দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এখনও স্পেনে রয়েছেন, তবে শিগগিরই তিনি ঢাকায় চলে আসবেন। তিনি হংকং ও চায়না ম্যাচে যেসব খেলোয়াড় ছিলেন, মূলত তাদের নিয়েই প্রথম দিকে ক্যাম্প চালাবেন।

দলের জন্য একটা বড় ধরনের আঘাত হলো ফাহামিদুল ইসলামের অনুপস্থিতি। আগের দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় তিনি ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলতে পারবেন না। তবে, নেপালের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ইতালির ক্লাব অলবিয়া এফসির এই ফরোয়ার্ডকে দেখতে পাবেন ভক্তরা।

আরেক তারকা শমিত সোমের ব্যাপারটা এখনো একটু অনিশ্চিত। কানাডা প্রিমিয়ার লিগে তার দল কাভারলি এফসির ৩ নভেম্বরের ম্যাচটিই হচ্ছে আন্তর্জাতিক বিরতির আগের শেষ খেলা। সেই ম্যাচ শেষ হলেই কেবল তিনি বাংলাদেশের হয়ে খেলতে আসতে পারবেন। সবাই এখন অপেক্ষায় রয়েছেন, কখন ফুটবলাররা পূর্ণ দল হয়ে ওঠেন।

 

news