হংকং সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে এবার নতুন উদ্যমে মাঠে নামছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার আকবর আলি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ঘোষণা দিয়েছে।
দ্রুত গতির ছয়-জনের ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই আসর, যা আগামী ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে হংকংয়ের টিন কওং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে।
গতবার সেমিফাইনালেই থেমে গিয়েছিল বাংলাদেশ। তাই এবারের লক্ষ্য স্পষ্ট—প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি জেতা।
দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার আবু হায়দার রনি, যিনি গত বছরও এই টুর্নামেন্টে খেলেছিলেন। এছাড়া আগের আসরের সেরা পারফরমার জিশান আলম আবারও জায়গা ধরে রেখেছেন। তিনি গতবার চার ম্যাচে করেছিলেন ১৫২ রান (গড়ে ৭৬), পাশাপাশি নিয়েছিলেন ৬টি উইকেট—যা দলকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিল।
অভিজ্ঞদের মধ্যে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত। আগের আসরে সাইফউদ্দিন নিয়েছিলেন ৩ উইকেট, আর মোসাদ্দেকের আছে সব ফরম্যাট মিলিয়ে ৮০টির বেশি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা, যা দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।
এছাড়া দলে রয়েছেন তরুণ বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান এবং পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।
দলটি দেখতে অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকার মিশ্রণ, যা নিয়ে প্রোটিয়া মাঠে নামবে এবার ভিন্ন মিশনে—ট্রফি হাতে দেশে ফেরার লক্ষ্যে।
বাংলাদেশ দল: আকবর আলি (অধিনায়ক), জিশান আলম, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ রায়হান।
