টানা দুই ম্যাচে বোলাররা দুর্দান্ত পারফর্ম করার পরও রান তাড়ার কাজটি ঠিকভাবে করতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ঘরের মাঠে সিরিজ হার নিশ্চিত হলো টাইগারদের। আর এই ব্যর্থতার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর তাই বোলারদের কাছে প্রকাশ্যে 'সরি' বললেন দলের অধিনায়ক লিটন কুমার দাস।

চট্টগ্রামে বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের দেওয়া মাত্র ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটনের দল থেমে যায় ১৩৫ রানে। প্রথম ম্যাচে বাংলাদেশ ১৬ রানে হেরেছিল, আর এই ম্যাচে হারল ১৪ রানে।

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর থেকেই লিটন ব্যাটারদের ব্যর্থতার কথা বলছিলেন। দ্বিতীয় ম্যাচের পরও তার কণ্ঠে স্বাভাবিকভাবেই একই সুর শোনা গেল। তবে এবার তিনি বিশেষভাবে বোলারদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

লিটন বলেন, "গত ২-৩ সিরিজে বোলাররা খুব ভালো করেছে। বোলারদের কাছে আমি সত্যিই সরি। তারা আমাদের জন্য দারুণ পারফর্ম করেছে। কিন্তু আমরা এই রানটা করতে পারিনি।"

ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়ানোর গল্প লেখেন। এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৫ রান করে ফেলেছিল। কিন্তু সেই জায়গা থেকে পরের ৯ ওভারে বোলাররা ক্যারিবিয়ানদের আরও ৮টি উইকেট তুলে নেন। বিপরীতে তারা করতে পারে মাত্র ৪৪ রান।

ফলে ইনিংস বিরতির সময় বাংলাদেশ স্বাভাবিকভাবেই এগিয়ে ছিল। কিন্তু এই ছোট লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ হন দলের ব্যাটাররা। ওপেনার তানজিদ হাসান তামিম ৬১ রানের চমৎকার ইনিংস খেললেও, আর কেউ ২৫ রানও করতে পারেননি।

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে লিটনের ব্যাট থেকে। ম্যাচ শেষে বাংলাদেশের এই অধিনায়ক পুরো দায় নিজের কাঁধেই তুলে নিলেন।

তিনি স্বীকার করে নেন, "দেড়শ রান খুব বেশি নয়। বিশেষ করে চট্টগ্রামে। বিষয়টা হলো, আমরা একটা ভালো শুরু পেলেও সেটাকে বড় করতে পারছি না এবং আউট হয়ে যাচ্ছি। বিশেষ করে আমি। আমার অন্তত ১২-১৩ ওভার পর্যন্ত খেলা উচিত ছিল। আমার নিজেরও উন্নতি করতে হবে। কারণ আমি যদি শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারতাম, ম্যাচটা হয়তো আরও আগেই শেষ হয়ে যেতো (জিতে যেতাম)।"

 

news