রাজস্থান রয়্যালসকে ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পারেন সানজু স্যামসন। আর শুধু খেলোয়াড় হিসেবেই নয়, তাকে দলের নেতৃত্বও দেওয়ার প্রস্তাব রয়েছে! আসন্ন মিনি নিলামের আগেই দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনায় বসেছেন এই ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
খবরটি জানিয়েছেন স্পোর্টস সাংবাদিক রোহিত জুগলান। তার দাবি, গত এশিয়া কাপ চলাকালীনই সানজু ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে এই আলোচনা হয়। শুধু তাই নয়, রাজস্থান রয়্যালসের কিছু সিদ্ধান্তে অসন্তুষ্টই ছিলেন সানজু, বিশেষ করে জস বাটলারকে ছাড়ার সিদ্ধান্তে।
কী কারণে রয়্যালসের সঙ্গে সম্পর্কে ফাটল?
জুগলান তার ইউটিউব চ্যানেলে জানান, রয়্যালস যখন জস বাটলারকে ধরতে রাজি হয়নি, তখন থেকেই মনঃকষ্টে ছিলেন সানজু। তিনি দলের টপ অর্ডার অপরিবর্তিত রাখতে চেয়েছিলেন। এছাড়া, দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথেও তিনি একমত হতে পারেননি। এই উত্তাপটা স্পষ্ট হয়ে উঠেছিল দিল্লির বিরুদ্ধে একটি ম্যাচে। সেবার সুপার ওভারে গিয়েছিল ম্যাচটি। সেদিন টিম মিটিংয়ে বাকি সবার থেকে আলাদা বসে ছিলেন সানজু। কেউ ডাকলেও তিনি হাডলে যোগ দেননি।
রয়্যালসে সানজুর পারফরম্যান্স
সানজু স্যামসন ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে তিনি দিল্লি ক্যাপিটালসে খেলেন, তারপর ২০১৮ সালে আবার ফিরে আসেন রয়্যালসে। এ পর্যন্ত রয়্যালসের হয়ে ১৪৯ ম্যাচে ৪০২৭ রান করেছেন তিনি। ২০২১ সাল থেকে তিনি রয়্যালসের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বেই দল ২০২২ সালে ফাইনালে পৌঁছায়।
গত IPL ২০২৫-এ তাকে ১৮ কোটি রুপিতে রিটেইন করে রয়্যালস। কিন্তু ইনজুরির কারণে কয়েকটি ম্যাচ মিস করতে হয় তাকে। মাত্র ৯ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ২৮৫ রান, যার মধ্যে রয়েছে একটি অর্ধশতক। এখন দেখা যাক, রয়্যালসেই থাকবেন নাকি নতুন জার্সিতে খেলবেন সানজু?
